হাথরস নির্যাতিতার সঙ্গে মূল অভিযুক্তের ফোনে ১০৪ বার কথা হয়েছে, দাবি পুলিশের
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ০২:৩৫
হাথরসের দলিত তরুণী যে গণধর্ষণের শিকার হয়েছিলেন, সে অভিযোগ এখনও মানেনি উত্তরপ্রদেশ পুলিশ। যৌনাঙ্গে একাধিক আঘাতের উল্লেখ থাকলেও স্পার্ম না-পাওয়ায়, ধর্ষণের অভিযোগ নস্যাত্ করে দেয় যোগীপুলিশ। ধর্ষণের একসপ্তাহ পর পরীক্ষা হলে, স্পার্ম পাওয়া যে সম্ভব নয়, তা অভিজ্ঞ পুলিশকর্তাদের অজানা নয়। কারণ, শুক্রাণুর আয়ু তিন দিনের বেশি নয়। ফলে, যোগীর পুলিশের বিরুদ্ধে হাথরসের গণধর্ষণের ঘটনাকে আড়াল করার অভিযোগ প্রথম থেকেই। এ বার হাথরস তদন্তে নয়া মোড় উত্তরপ্রদেশ পুলিশের এক তথ্যে।