‘কয়েকজন গণফোরামের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন’

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৬:৩৭

গণফোরামে চলমান দ্বন্দ্বের মধ্যে দলীয় কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক করে একটি বিবৃতি দিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। তাঁরা বলেছেন, কয়েকজন সদস্য গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও বক্তৃতার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।

আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে দলের কয়েকজন নেতাকে নিয়ে বৈঠকটি করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণফোরামের নামে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড আগেও নজরে এসেছে। তাঁদের বিধিসম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আবার বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে মিলিত হয়ে কয়েকজন সদস্য গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, বক্তৃতা, বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। ফলে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তাঁদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us