ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৫:১৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে সোমবার থেকে অভিযান শুরু করবে কর্তৃপক্ষ। রোববার করপোরেশনের রাজস্ব আদায় সংক্রান্ত এক বৈঠকে মেয়র শেখ ফজলে নূর তাপস কর্মকর্তাদের এই নির্দেশ দেন।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, “যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে সোমবার থেকে অবৈধ যন্ত্রচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মেয়র। সেজন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।”
সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে যান্ত্রিক রিকশা ও যানবাহনের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান রাসেল।