ফরিদপুরে প্রতিদিনই বেড়েই চলেছে নদ-নদীর পানি। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আবার নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। শনিবার (০৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে পদ্মার চরে বাসবাস করা আবারো বন্যার কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, প্রতিদিন পদ্মা ও মধুমতি নদী এবং আড়িয়াল খাঁ নদের পানি বাড়ছে। গত ১২ ঘণ্টায় পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।