প্রাথমিকের গেজেটভুক্ত না হওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ১৯:০৮

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের গেজেটভুক্ত না হওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোন শিক্ষক কী কারণে গ্যাজেটভুক্ত হননি তার কারণসহ আগামী ১৫ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয় থেকে চিঠি জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী দেশের প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণার পর তিনটি ধাপে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। পরবর্তী সময়ে ওই সব বিদ্যালয়ের শিক্ষকদের আত্তীকরণ করা হয়। লক্ষ্য করা যায় যে, দেশের বিভিন্ন জেলা উপজেলার নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক গেজেটভুক্ত/সরকারিকরণ না হওয়ায় তারা তাদের চাকরি সরকারিকরণের জন্য বিভিন্ন সময় মন্ত্রণালয়ের আবেদন দাখিল করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us