মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করেছেন। টুইটারে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির জন্য আমার শুভকামনা। আশা করি তারা করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত টুইট বার্তায় ‘বন্ধু’ ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেছেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী আন্দ্রেজেই ডুবা টুইটারে ট্রাম্প দম্পতির আরোগ্য কামনা করে লিখেছেন, যুক্তরাষ্ট্র করোনার বিরুদ্ধে লড়াইয়ের কঠিন অতিক্রম করবে সফলতার সঙ্গে।