বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো হাতে পাওয়া যায়নি। তাই খালাস পাওয়া চারজনের বিষয়ে কথা হয় তাঁদের আইনজীবীর সঙ্গে। তাঁদের বিরুদ্ধে কোন কোন অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, সে সম্পর্কে তাঁদের আইনজীবী প্রথম আলোকে বেশ কিছু তথ্য দেন।
খালাস পাওয়া চারজন হলেন মো. মুসা, রাফিউল ইসলাম, কামরুল ইসলাম সাইমুন ও মো. সাগর। তাঁদের মধ্যে মুসা ঘটনার পর থেকেই পলাতক। এই চার আসামির আইনজীবী ছিলেন বরগুনা জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী মো. শাহজাহান।