হাটহাজারীতে প্রধানমন্ত্রীর জন্মদিন অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলা

মানবজমিন প্রকাশিত: ০১ অক্টোবর ২০২০, ০০:০০

চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার নাজিরহাটের একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটি প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। বিকাল ৫টার সময় জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শওকত আলম। অনুষ্ঠান শুরুর একপর্যায়ে হঠাৎ বাইর থেকে কিছু দুর্বৃত্ত প্রবেশ করে জন্মদিনের কেক, চেয়ার টেবিল ও ব্যানার ছুড়ে ফেলে দেয়। এতে পণ্ড হয়ে যায় অনুষ্ঠানটি। ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা বলেন, মর্মান্তিক এ ঘটনার জন্য দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে ১০ জনের নাম উল্লেখ ও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা করে হাটহাজারী মডেল থানায় মামলা করেন। হাটহাজারী মডেল থানার (ওসি তদন্ত) রাজিব শর্মার কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us