লুইস সুয়ারেজের বার্সেলোনা ছাড়ার খবরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন লিওনেল মেসি। কারণ বার্সেলোনায় মেসির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন সুয়ারেজ। বার্সা ছেড়ে সুয়ারেজ যোগ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। দুই বন্ধুর যুগলবন্দি কি দেখা যাবে অ্যাটলেটিকো মাদ্রিদে? মেসিকে কার্যত প্রস্তাবটা দিয়েই দিলেন অ্যাটলেটিকোর প্রেসিডেন্ট এনরিক কেরেজো। অ্যাটলেটিকোতে এলএমটেনকে সাদরে আমন্ত্রণ জানালেন তিনি।
ক্লাবের প্রেসিডেন্ট এনরিক কেরেজো বলেছেন, "মেসির যদি ইচ্ছে থাকে তাহলে আমরা বার্সেলোনার সঙ্গে কথা বলতে রাজি আছি। লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে খেলবে মেসি। এই দৃশ্য দেখতে প্রস্তুত আমরা।"