সোমবার সকালে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে আগুন ধরিয়ে দেওয়া হল একটি ট্র্যাক্টরে। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে রাজধানী দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ইন্ডিয়া গেটের সামনে দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে ট্র্যাক্টরটি। কৃষি বিলের বিরোধিতায় প্রতিবাদ প্রদর্শন করেই এই ট্র্যাক্টরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া ট্র্যাক্টরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। রবিবার তিনটি বিলে স্বাক্ষর করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগের রবিবার সংসদে পাশ হয় বিল তিনটি। এই বিলের প্রতিবাদে দেশজুড়ে সরব হয়েছেন বিরোধীরা। বিশেষ করে পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা বিলের বিরুদ্ধে আন্দোলন জোরদার করে তুলেছেন।