মাটির ব্যবহার ছাড়াই ব্যতিক্রমী 'হাইড্রোপনিক' পদ্ধতিতে পলি হাউজে রংপুরে বিভিন্ন শাক-সবজি ও ফুল-ফলের চারা উৎপাদন করছে একটি প্রতিষ্ঠান।
বন্যা কিংবা যে কোনো প্রাকৃতিক দূর্যোগে চাষীদের সহায়তার জন্যই এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। গুণগতমান ঠিক রেখে নিজস্ব প্রযুক্তিতে উন্নতমানের শাকসবজির চারা উৎপাদন করছে নাশিক প্লান্ট। এই প্লান্টে ফুলকপি, লাউ, সিমসহ বিভিন্ন সবজির চারা উৎপাদনে করা হচ্ছে। সারাদেশে এই প্রযুক্ত ছড়িয়ে দিতে পারলে কৃষকরা লাভবান হবেন বলে জানান তারা।