স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস৷ কিন্তু পরিসংখ্যান বলছে, সেখানেই বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি৷ বিশ্বাস ভঙ্গের ফলে জীবনও দিতে হচ্ছে৷ যৌনপল্লীতে স্ত্রীকে বিক্রি করে দেয়ার মতো ঘটনাও ঘটছে৷
গত আগস্টে স্ত্রীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দেয়ার অভিযোগে মামলা হয় যশোরের অভয় নগরের উজ্জ্বল শিকদারের বিরুদ্ধে৷ অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২১ মার্চ উজ্জ্বল শিকদার তার স্ত্রীকে নিয়ে বিনা পাসপোর্টে বেনাপোল হয়ে ভারতে যায়৷ প্রায় দুই বছর ভারতে অবস্থানের পর চলতি বছরের ২ ফেব্রুয়ারি উজ্জ্বল তার স্ত্রীকে ব্যাঙ্গালুরুর এক যৌনপল্লীতে বিক্রি করে চলে আসে৷ ২৩ দিন যৌনপল্লীতে মানবেতর জীবন-যাপন শেষে গত ২৫ ফেব্রুয়ারি যৌনপল্লীর এক দারোয়ানের সহযোগিতায় বেনাপোল হয়ে দেশে ফিরে আসেন সেই নারী৷ ভুক্তভোগী নারী আদালতে বলেন, ‘‘উজ্জ্বল ও তার ভাই আমার মতো অনেক নারীকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে বিদেশে পাচার করে৷’’ উজ্জ্বল ও তার ভাই এখন পলাতক৷