করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সেখানে আগামী ৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো।
বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়ন করতে তা এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে।
“অ্যাডভোকেসি সভা, স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ, সাংবাদিক ওরিয়েন্টেশন, প্রচার-প্রচারণা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেশের বিভিন্ন স্থানে পাঠানো এবং ক্যাম্পেইন সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতেই আগের ঘোষিত তারিখ পরিবর্তন করা হয়েছে।”
জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. মোশাররফ হোসেন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে এই সেবা ও কার্যক্রম পরিচালনা করা হবে। এই কারণে প্রস্তুতি নিতে কিছুটা দেরি হয়েছে।