স্বাভাবিক নিয়মেই একজন মানুষ ছোট থেকে বড় হয়। সেই সঙ্গে বাড়তে থাকে তার উচ্চতাও। একজন মানুষ ঠিক কতটা লম্বা হবেন সেটা মূলত নির্ভর করে তার মা-বাবার উচ্চতার উপরই। তবে মা-বাবার উচ্চতা কম হলেই যে সন্তান বেশি লম্বা হবেন না, এমন ধারণাও ভুল। মা-বাবা বেঁটে কিন্তু সন্তান লম্বা হয়েছে সেটাও কিন্তু দেখা যায়। তবে লম্বা হওয়ার উপর বংশের একটা প্রভাব থাকে।