কৃষক লীগ সভাপতির বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা কৃষক লীগ সভাপতি কবির হোসেনের বসতবাড়ির ছাদ থেকে বালি দিয়ে পুঁতে রাখা অবস্থায় একটি থ্রি মোটর বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে সোনাইমুড়ী থানা পুলিশ বোমটি উদ্ধার করে। এ ঘটনায় সোনাইমুড়ী থানার এসআই মোমেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে নান্দিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ বাসারের (পাসপোর্ট বাসার) বাড়ির উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেনের সঙ্গে দীর্ঘদিন থেকে একই ইউনিয়নের ভূঁইয়াবাড়ীর মৃত এবায়দুল হকের ছেলে হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল। বৃহসপতিবার রাতে হাফিজুর রহমান লক্ষ্মীপুর র‌্যাব-১১কে কবির হোসেনের বাড়িতে অস্ত্র আছে বলে খবর দেয়। তৎক্ষণাৎ র‌্যাব সদস্যরা কবির হোসেনের বাড়ি তল্লাশি করে কিছু না পেয়ে হাফিজকে ফোন দিলে সে ঘরের পশ্চিম পাশে বাইরে দেখতে বলে। র‌্যাব সেখান থেকে একটি এলজি উদ্ধার করে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে র‌্যাব হাফিজুর রহমান ও বেলাল নামে দু’জনকে আটক করে। পরে দুপুরে কাজের মেয়ে বাড়ির ছাদ ঝাড়ু দিতে গেলে বালি ভর্তি একটি নতুন বালতিতে রকেটের মতো একটি যন্ত্র দেখতে পায়। পরে সে বিষয়টি বাড়ির মালিক কবির হোসেনকে জানালে, কবির হোসেন ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ৯ ইঞ্চি সাইজের থ্রি মোটর বোমটি উদ্ধার করে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে আমরা বোমাটি উদ্ধার করি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us