কলম্বিয়ার নারী সাংবাদিকের ‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ পুরস্কার লাভ

দৈনিক আজাদী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৭

.tdi_2_868.td-a-rec-img{text-align:left}.tdi_2_868.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});দুই দশক আগে এক কুখ্যাত আধাসামরিক অধিনায়কের সাক্ষাৎকার নিতে যাওয়ার পথে অপহরণ ও নির্যাতনের শিকার কলম্বীয় সাংবাদিক জিনেথ বেদোয়া লিমাকে এবছরের ‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ পুরস্কার দেওয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে বুধবার ভার্চুয়ালি এই পুরস্কারের ঘোষণা দিয়েছে সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্সের (ডব্লিউএএন-আইএফআরএ)। ‘সাংবাদিকতায় নিবেদন, নারী অধিকার রক্ষায় অক্লান্ত প্রচেষ্টা এবং ব্যক্তিগত ট্রাজেডি মোকাবিলায় অনুপ্রেরণাদায়ী মর্যাদা ও সংকল্প দেখানোর’ জন্য সংগ্রামী নারীকে এ পুরস্কার দেওয়া হয়েছে। নিজের পত্রিকা ‘এল এক্সপেক্তাদরের’ জন্য আধাসামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তাদের মধ্যে অস্ত্র কেনাবেচার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সাক্ষাৎকার নেওয়ার জন্য ২০০০ সালে বোগোটার কুখ্যাত লা মোদেলো কারাগারে যাওয়ার সময় বেদোয়া লিমাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। খবর বিডিনিউজের। তিন বছর পর এল তিয়েম্পোর জন্য কাজ করার সময় তাকে আবারও অপহরণ করে আটদিন আটকে রাখা হয়। ওই সময় তাকে বিভিন্ন জায়গায় ঘুরানো হয় এবং অর্ধ শতক ধরে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া কলম্বিয়ার গেরিলা বাহিনী ফার্কের নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে লাঞ্ছিত করা হয় ও পেটানো হয়। সংগ্রামী এই নারী অনেকদিন ভয়াবহ এই অভিজ্ঞতা নিজের মধ্যে চেপে রেখেছিলেন। কিন্তু কলম্বিয়ার সেই অভ্যন্তরীণ যুদ্ধে যৌন সহিংসতার ঘটনায় অভ্যাসগত ও পদ্ধতিগত দায়মুক্তির নিন্দা জানিয়ে নারী অধিকার রক্ষায় যখন ২০০৯ সালে ‘নো এস হরা দি চালার (আর নিরবতা নয়) শীর্ষক আন্দোলন শুরু করেন তখন তার সেই সব লোমহর্ষক ও বিভৎস অভিজ্ঞতার কথা সামনে আসে। পুরস্কার গ্রহণ করে বেদোয়া লিমা বলেন, একজন সাংবাদিকের জন্য এর চেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থন আর হয় না। ২০০৯ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদোয়া লিমা বলেন, বহু বছর ধরে তিনি তার বিভৎস ও বেদনাদায়ক ঘটনাগুলি নিয়ে মুখ খোলেননি। কারণ সরকার তখন এই অপরাধগুলিকে স্বীকারই করত না।.tdi_3_738.td-a-rec-img{text-align:left}.tdi_3_738.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us