সৌদিতে নারীদের জন্য ডিজিটাল কলেজ চালু

মানবজমিন প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

নারীদের জন্য দু’টি ডিজিটাল কলেজ চালু করেছে সৌদি আরব। গত বুধবার রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে কলেজ দু’টির উদ্বোধন করেন দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ। নারীদের আধুনিক প্রযুক্তি বিষয়ক কাজে সম্পৃক্ত করতে এই প্রথম এমন উদ্যোগ নেয়া হয়েছে। কলেজ দু’টিতে ৪ হাজারের বেশি নারীকে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-এরাবিয়া।ক্রাউন প্রিন্স সালমান তার ২০৩০ ভিশনের আওতায় আগামী ১০ বছরের মধ্যে ১০ লাখ নারীকে চাকরির সুযোগ করে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। গত জুলাইয়ে জাতিসংঘে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মিশাল আল-বালাওয়ি এমনটা জানিয়েছিলেন। এদিকে, আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন স্থাপিত কলেজগুলোয় প্রযুক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা ডিগ্রির ব্যবস্থা থাকবে। এসব ডিগ্রির মধ্যে রয়েছে, নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজমেন্ট, মিডিয়া টেকনোলজি, সফটওয়ার, স্মার্ট সিটি, রোবটিকস টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্নিং ইত্যাদি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us