শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটেনি! মুশফিকুর রহিম-তামিম ইকবালরা সফরে যাচ্ছে কিনা সেটিই এখন সরাসরি বলার সুযোগ নেই। ঠিক এমন সময়ে সফরকে সামনে রেখে অবশ্য বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারী আদেশ) প্রাপ্ত ২৭ জন ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা শুক্রবার থেকে শুরু হয়েছে।
ছুটির দিনে ১৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও পরীক্ষা হবে। গণমাধ্যমে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছিলেন, 'দেখুন আমরা আমাদের প্রস্তুতি নিতে চাই।'