কোরআনে কারিমের সূরা ইমরানের ১৯ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন।’ ‘দ্বীন’ শব্দের বাংলা অর্থ হলো জীবনশৈলী, জীবনব্যবস্থা, জীবনাদর্শ, জীবনাচরণ, জীবনবেদ ইত্যাদি। ইংরেজিতে ‘কোড অব লাইফ।’
কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঙালি মুসলিমদের কাছে আল্লাহর দ্বীনকে উপস্থাপন করা হলো ‘ধর্ম’ হিসেবে। যার ইংরেজি অনুবাদ ‘রিলিজিয়ন।’ ধর্মের ইংরেজি অনুবাদ রিলিজিয়ন হয়তো ঠিক আছে। কিন্তু ধর্ম হচ্ছে- মানবপ্রণীত। যেমন- সনাতনধর্ম, বৌদ্ধধর্ম, জৈনধর্ম ও শিখধর্ম। এগুলো সবই মানবপ্রণীত। অর্থাৎ মানুষের চিন্তাচেতনাপ্রসূত। মানুষকে শৃংখলিত ও সমাজবদ্ধ করতেই এসব মতাদর্শের প্রবর্তন করেছেন একশ্রেণির বুদ্ধিমান মানুষ। এসবের মধ্যে কোনো ঐশী কোনো বিষয় নেই।