রাষ্ট্রপ্রধানের পদ থেকে রানি এলিজাবেথকে সরাতে চায় বারবাডোজ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫
সাবেক ব্রিটিশ উপনিবেশ ও ক্যারিবীয় অঞ্চলের দেশ বারবাডোস ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রীয় প্রধানের পদ থেকে অপসারণ করতে চায়। একই সঙ্গে দেশটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে পরিণত হতে চায়। আগামী বছরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে ক্যারিবীয় এই দেশটির সরকার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির। ব্রিটিশ শাসনের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বারবাডোসের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে।
তখন থেকেই ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষা করে চলেছে বারবাডোস। সাবেক ব্রিটিশ উপনিবেশ অনেক রাষ্ট্রেরও ব্রিটেনের সঙ্গে একই ধরনের সম্পর্ক রয়েছে। ঔপনিবেশিক সূত্রে ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথ বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের মর্যাদা পান।