চোরাই ভারতীয় পণ্য গুদামজাতের ছবি তুলতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৭
রংপুরের গঙ্গাচড়ায় চোরাই পথে নিয়ে আসা ভারতীয় পণ্য গুদামজাত করার সময় ছবি তুলতে গিয়ে সাংবাদিক আব্দুর রহমান পায়েল লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় ওই সাংবাদিক গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে গঙ্গাচড়া বাজারে।
সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুতই জড়িতদের আইনের আওতায় নেয়ার দাবি জানান।
জানা যায়, গঙ্গাচড়া বাজারের গালামাল ব্যবসায়ী মুকুল স্টোরের স্বত্বাধিকারী মুকুল মিয়া দীর্ঘদিন থেকে ভারতীয় মসলা, কোদাল, মলমসহ বিভিন্ন পণ্য চোরাই পথে এনে বিক্রি করেন। গত শনিবার তিনি আবারও ভারতীয় ওই সব পণ্য চোরাই পথে এনে গুদামজাত করতে থাকেন।