অনলাইনেই উজ্জ্বল এবারের আসর

প্রথম আলো প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩০

করোনাকালের নতুন স্বাভাবিক মেনে শুরু হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এ উৎসব চলছে অনলাইন আর অফলাইন—দুইভাবেই। তারকাদের শারীরিক উপস্থিতি ছাড়া, শুধু চলচ্চিত্রের টানেই উৎসবমুখী হচ্ছেন কানাডার সিনেমাপ্রেমীরা। আর সিনেমাগুলোও হতাশ করছে না দর্শকদের। মাত্র তিন দিন বয়সী এ উৎসবে এরই মধ্য সাড়া ফেলেছে ভারতীয় নির্মাতা চৈতন্য তামহানে পরিচালিত দ্য ডিসাইপল, ফ্রান্সিস লি পরিচালিত অ্যামোনাইট ও ক্লোয়ে ঝাও পরিচালিত নোম্যাডল্যান্ড।

দুবার অস্কারজয়ী অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোরমেন্ড আবারও জয়ের আভাস দিলেন নোম্যাডল্যান্ড ছবিটি দিয়ে। ক্লোয়ে ঝাও পরিচালিত এ ছবি আলোড়ন তুলেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এর আগে চলতি মাসে শুরু হওয়া ভেনিস উৎসব থেকেও নোম্যাডল্যান্ড প্রশংসা কুড়ায়। আর প্রশংসার সিংহভাগ যায় ৬১ বছর বয়সী অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোরমেন্ডের ঝুলিতে। এ ছবি একজন ষাটোর্ধ্ব গৃহহীন বৃদ্ধার, যিনি নিজের একটি ভ্যান নিয়ে পথে পথে ঘুরে বেড়ান, পথেই থাকেন। স্বামীর মৃত্যুর পর সেই বৃদ্ধা হারান শেষ আশ্রয়টুকুও। তখন পুরোনো একটি ভ্যানেই গড়ে তোলেন নিজের ঘর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us