নকল সনদে পদোন্নতির দায়ে কর বিভাগের কর্মচারীর কারাদণ্ড
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:১০
মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) নকল সনদ দাখিল করে পদোন্নতি নেওয়ার মামলায় ঢাকার কর অঞ্চল-১৪ এর উচ্চমান সহকারী মো. নুরুল আমিন পাঠানের ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফোরকান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিচারক আসামিকে ছয় বছর কারাদণ্ডের মধ্যে দণ্ডবিধির ৪৬৮ ধারায় তিন বছর ও ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক মাস এবং দণ্ডবিধির ৪৭১ ধারায় সমপরিমাণ দণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’