পাপুলকাণ্ডে লক্ষ্মীপুরের আওয়ামী লীগ-যুবলীগের চার নেতাকে তলব দুদকের
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৩
স্থানীয় নেতাদের টাকার বিনিময়ে ম্যানেজ করে এমপি হওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের (রায়পুর সদরের একাংশ) স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকাণ্ডে লক্ষ্মীপুরের আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।লক্ষ্মীপুরের আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে তলব করে চিঠি দিয়েছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও উপ-পরিচালক সালাহ উদ্দিন।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন ও রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী মো. জামশেদ বাকী বিল্লাহর মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে।