সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের সুনামগঞ্জ-সিলেট সড়কের চেকনিকারা সেতুর দক্ষিণ পাশ থেকে সড়কটি গেছে মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগড়ি গ্রাম পর্যন্ত। সড়ক দিয়ে দুটি ইউনিয়নের আটটি গ্রামের মানুষ চলাচল করে। সড়কের কাজ না হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, সড়কের দুই পাশে হাওর। চেকনিকারা এলাকা থেকে সামনের দিকে প্রায় আধা কিলোমিটার অংশ পাকা করা হয়েছে। সড়কের দুই পাশে নির্মাণ করা পাকা প্রতিরক্ষা দেয়াল হাওরের ঢেউয়ে ভেঙে গেছে। একইভাবে বিভিন্ন অংশে মাটি ধসে যাওয়ায় কাদাপানি জমে আছে। সড়কের ইসলামপুর এলাকায় একটি কালভার্টের সংযোগ সড়কে বন্যায় ভাঙন দেখা দেওয়ায় সেখানে লোকজন বাঁশের সাঁকো নির্মাণ করেছেন চলাচলের জন্য।