যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে পাবনায় ১০ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৫
যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে পাবনা শহরের জালালপুরে এমএস ফুড অ্যান্ড বেভারেজকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ওই কারখানার মালামাল জব্দ করা হয়েছে। জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জেলা প্রশাসন ও ড্রাগ সুপারের উপস্থিতিতে এসব মালামাল জব্দ করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সদর উপজেলার জালালপুরে ‘এমএস ফুড অ্যান্ড বেভারেজ’ নামের কারখানায় গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৯০ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং সিরাপ তৈরির রাসায়নিক সামগ্রী জব্দ করা হয়।