কুড়িগ্রামে বন্যায় বালুতে ঢেকে গেছে এক হাজার হেক্টর জমি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৬
বানের পানি নামলে অন্যান্য বছরের মতো আমন আবাদের স্বপ্ন ছিল কৃষক দেলোয়ার হোসেনের। কিন্তু পানি নামার পর দেখা গেল ৩ বিঘা জমির পুরোটাই বালুতে ঢেকে অনাবাদি হয়ে গেছে। পরিবারের খাবার জোগাতে বাধ্য হয়ে কাজের সন্ধানে ঢাকায় যেতে হয়েছে।
কুড়িগ্রাম সদরের চর সারডোবের দেলোয়ার হোসেনের মতো অনেক কৃষকের কপালে আসন্ন খাদ্য সংকটের আশঙ্কা। সরকারি তথ্যমতে, এক লাখ ৩৫ হাজার কৃষকের ক্ষতি হয়েছে ১৪০ কোটি টাকা মূল্যের ফসল।