বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিষ্ঠান হুয়াওয়ে সম্প্রতি দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০ জন শিক্ষার্থীকে ‘আইসিটি ট্যালেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২০’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করেছে। শিক্ষার্থীরা হুয়াওয়ের প্রশিক্ষণ পাবেন।
মোট ৫০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফল (সিজিপিএ), তাৎক্ষণিক পরীক্ষা এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের ওপর শিক্ষার্থীদের দেওয়া উপস্থাপনার ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। ২ সেপ্টেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।