অন্যান্য সময়ের চেয়ে গরমে বাগানের পরিচর্যা করা বেশি প্রয়োজন। চারাগাছ বড় হতে সূর্যের আলোর বড় ভূমিকা রয়েছে। কিন্তু অতিরিক্ত সূর্যের আলো গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রচণ্ড গরমে গাছের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে। সূর্যের উত্তাপ গাছের চারা বেড়ে ওঠায় বাঁধার সৃষ্টি করে। দীর্ঘ সময় সূর্যের আলো চারা গাছের ওপর পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় এবং কুঁড়ি ও ফুল মরে যায়। তাই বাগানের ফলন ভালো গরমের সময় বিশেষ পরিচর্যা নেয়া দরকার।