দীর্ঘ বিরতির পর আবারো শুটিং শুরু হয়েছে বলিউডে। তারকারা নতুন করে ফিরছেন শুটিংয়ে। বলিউড তারকা ইয়ামি গৌতমও ফিরছেন তার নতুন সিনেমা নিয়ে।
তাকে শেষবার সিনেমায় দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘বালা’ সিনেমায়। শুটিং শুরু হয়েছিল তার পরবর্তী সিনেমা ‘গিন্নি ওয়েডস সানি’র। কিন্তু করোনার জন্যে আপাতত বন্ধ রয়েছে শুটিং। এরইমধ্যে জানা গেল ওটিটি প্ল্যাটফর্মের জন্যে তৈরি ছবিতে দেখা যাবে তাকে। প্রযোজনা সংস্থা আরএসভিপি এবং ব্লু মাংকি ঘোষণা করেছে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যে তারা তৈরি করছে।