ঋণের টাকা দিয়ে অন্য ঋণের দায় পরিশোধ নয় : বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬
ব্যাংকঋণের যথাযথ ব্যবহার নিশ্চিতে কড়া নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, এক ঋণের টাকা দিয়ে অন্য ঋণের দায় পরিশোধে বা সমন্বয়ে ব্যবহার করা যাবে না।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঋণঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার নির্দেশনা অনুযায়ী, গ্রাহককে যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হয়েছে বা হবে সে উদ্দেশ্যেই ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।