ইংল্যান্ডের লোকদের বলা হয় ‘ইংলিশ’, ফিনল্যান্ডের লোকদের বলা হয় ‘ফিনিশ’, তাহলে নেদারল্যান্ডসের লোকদের কি ‘নেদারিশ’ বলা ঠিক শোনাতো না! কখনও কি ভেবে দেখেছো, নেদারল্যান্ডসের লোকদের ‘নেদারল্যান্ডিয়ান’, ‘নেদারিশ’ বা ‘নেথেরিস’ বলা হয় না কেন? আচ্ছা, আর ভাবনা-চিন্তার প্রয়োজন নেই। চলো, নেদারল্যান্ডসের লোকেরা ‘ডাচ’ হিসেবে কেন পরিচিত তা জেনে নেওয়া যাক।