ঘুড়ির লেজে আটকা পড়া একটি শিশু। প্রচণ্ড বাতাসের তোড়ে ঘুড়িটি তাকে প্রায় উড়িয়েই নিয়ে যাচ্ছিলো। পেছনে থেকে টেনে ধরে অনেকেই তাকে নিচে নামানোর চেষ্টা করছিলেন। পরে বাতাসে প্রচণ্ড ঝাঁকুনিতে শিশুটি আছড়ে পড়ে। রোববার তাইওয়ানের নানলিয়াও এলাকার একটি জনপ্রিয় ঘুড়ি উৎসব 'দ্য ব্লাইদ কাইট ফেস্টিভ্যালে' এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এই ঘুড়ি উৎসবে যোগ দিতে হল্যান্ড ও বেলজিয়াম থেকেও অনেকে আসে।
তিন বছরের শিশুটিও ওই উৎসবে অংশ নিয়েছিল। গলফ নিউজর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, শিশুটি খুব ভয় পেয়েছে। তবে বড় ধরনের কোনো আঘাত পায়নি। তার মুখমণ্ডল কিছুটা আঘাত লেগেছে। তবে সে এখন বিপদমুক্ত।