ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংষর্ঘে গুলি, নিহত ১
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ২০:০৫
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শনিবার সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ঘটনার ছবিতে দেখা গেছে চিকিৎসকরা আহত যে ব্যক্তির চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তিনি একজন শ্বেতাঙ্গ। নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ ছাড়া গুলির ঘটনাটি বিক্ষোভের সঙ্গে জড়িত কি না, তাও নিশ্চিত করে জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। কিছু দিন ধরে পোর্টল্যান্ডের রাজপথে টানা বিক্ষোভ চলছে। ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের গুলি