ধ্বংসাত্মক নয়, প্রশাসনের কাজ সৃষ্টিশীলতায় মনোনিবেশ করা: জয়া
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ১২:২২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩০ হাজার কুকুর রাজধানী থেকে স্থানান্তর করতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে প্রাণী অধিকারকর্মীদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর ধানমন্ডিতে দেয়াল চিত্র একে প্রাণিপ্রেমিদের অভিনব প্রতিবাদে সামিলও হয়েছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী জয়া আহসান বলেন, আমাদের আশপাশের প্রত্যেকটা জিনিস- সাপ, ব্যাঙ সবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব আছে। প্রশাসনই বলুন আর নগর কর্তৃপক্ষ যাদেরকে দিয়েই হোক আমরা যে ধ্বংসাত্মক বিষয় ভাবছি। প্রশাসনের কাজ কিন্তু সৃষ্টিশীলতায় মনোনিবেশ করা। সেখানে তারা যদি এরকম ধ্বংসাত্মক হয়, সেটা আমাদের কারোরই কাম্য নয়।