পাঁচ সংসদীয় আসনে উপনির্বাচনে জনপ্রিয় ও উইনেবল প্রার্থী ঠিক করতে একাধিক জরিপ রিপোর্ট খতিয়ে দেখছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংগঠনিক ও একাধিক সংস্থার মাধ্যমে জরিপ করানো হয়েছে। এছাড়া রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। দল মনোনীত প্রার্থী চূড়ান্ত করতে আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।