১৫দিন পর বাংলাদেশীর লাশ ফেরত দিলো বিএসএফ

মানবজমিন প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ০০:০০

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ভারত ভূ-খন্ডে বিএসএফ’র গুলিতে আবুল কাশেম (৩৫) নামে বাংলাদেশী এক চোরাকারবারী নিহত হওয়ার ১৫দিন পর তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের লাশ ফেরত দেওয়া হয়। চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমের নিহত বাংলাদেশীর লাশ ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধিনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এসময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন। বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত। পরে নিহতের পরিবারের পক্ষে ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন। উল্লেখ্য, ১৪ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করলে জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। নিহত আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

কেটে গেল ১০ বছর, ন্যায়বিচার মেলেনি এখনো

সময় টিভি | ফুলবাড়ী (কুড়িগ্রাম)
৩ বছর, ১০ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us