তথ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন চসিক প্রশাসক সুজন

দৈনিক আজাদী প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১৭:২২

.tdi_2_e54.td-a-rec-img{text-align:left}.tdi_2_e54.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনায় সহযোগিতা চেয়েছেন (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।সুজন চসিকের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করেন। চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।চট্টগ্রামের জনগণের বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও নতুন নতুন প্রকল্প গ্রহণেও মন্ত্রীর সহযোগিতা কামনা করেন চসিক প্রশাসক। সর্বোপরি চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও তিনি উত্থাপন করেন।.tdi_3_958.td-a-rec-img{text-align:left}.tdi_3_958.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড। চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রামের মেগা প্রকল্পগুলোতে প্রয়োজনীয় অর্থের জোগান দিয়ে যাচ্ছে।চট্টগ্রামের উন্নয়নসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।চসিক প্রশাসক সুজন সুবিধাজনক সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে আসার আমন্ত্রণ জানান তথ্যমন্ত্রীকে।.tdi_4_4c8.td-a-rec-img{text-align:left}.tdi_4_4c8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us