You have reached your daily news limit

Please log in to continue


বিনামূল্যে পাঠ্যবই: ৩৬৪ কোটি টাকার ক্রয় প্রস্তাবে সরকারের সায়

আগামী শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরে বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ এবং কাগজ কেনায় প্রায় ৩৬৪ কোটি টাকার তিনটি ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। ২০২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ী ও দাখিল স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই সরবরাহের দুটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয় সভায়। অর্থমন্ত্রী বলেন, বছরের প্রথম দিনে শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৭৬৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করলে ৭৫টি লটে ৮২টি প্রতিষ্ঠানের ৮২৭টি দরপত্র জমা পড়ে এবং ৮২৪টি দরপত্র ‘রেসপনসিভ’ হয়। দরপত্র মূল্যায়নের সকল প্রক্রিয়া শেষে ৭৫টি লটের বিপরীতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৮ কোটি এক লাখ ৫ হাজার ৮৫৩ টাকায় ৬ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার ৭৬৭ বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে সায় দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন