মানিকগঞ্জের সাটুরিয়ায় রাইজিং স্পিনিং কারখানার একাংশের শ্রমিকদের তিন বছর ধরে বেতনের ৫ ভাগ ইনক্রিমেন্ট মূল বেতনের সঙ্গে বাড়ানোসহ বাৎসরিক ছুটির টাকা আদায়ের দাবিতে মিলের ডাইয়িং সেক্টরের এক হাজার শ্রমিক ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সকাল সাড়ে ৭টার সময় মহাসড়ক ব্যারিকেড দিয়ে রাখেন শ্রমিকরা। পরে গোলড়া হাইওয়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক সচল করেন। ডাইনিং শাখার শ্রমিক শহিদুল ইসলাম জানান, গত তিন বছর ধরে তাদের ইনক্রিমেন্ট দেয়া হয় না। বাৎসরিক ছুটি না কাটালে মূল বেতনের সঙ্গে ওই অতিরিক্ত ডিউটির টাকা দেয়ার কথা থাকলেও দেয়া হয় না। আরেক শ্রমিক রুবেল বলেন, মালিক পক্ষের কাছে কোনো প্রকার দাবি দাওয়া নিয়ে গেলে বিনা কারণে নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাই করে। এতদিন মুখ বুঝে সহ্য করেছি। কোনো উপায় না পেয়ে শ্রমিকদের নিয়ে দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছি।এ বিষয়ে রাইজিং স্পিনিং মিলের ডায়িং শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, আমরা শ্রমিকদের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকি। তবে গত তিন বছর ধরে ওই ডায়িং শাখার ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে। মালিক পক্ষের সঙ্গের কথা হয়েছে এ বছরের শেষদিকে ওই শাখার শ্রমিকদের সব ধরনের দাবি-দাওয়া পূরণ করা হবে। গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা তাদের কিছু দাবি নিয়ে সকালে কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। আমরা মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়া পূরণের আশ্বাসে শ্রমিকরা সড়ক ছেড়ে কর্মস্থলে চলে যায়। পরে ঢাকা আরিচা মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক নেতাদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছিল।