হুয়াওয়েকে বাঁচাতে সব পদক্ষেপ নেবে চীন

দৈনিক আজাদী প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৬:০৫

.tdi_2_d11.td-a-rec-img{text-align:left}.tdi_2_d11.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর বৈধ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেবে চীন, এমনটাই দাবি করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। হুয়াওয়ের ওপর সীমাবদ্ধতা আরও কঠোর করবে বলে চলতি সপ্তাহেই ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এমন দাবি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মে মাসেই হুয়াওয়ের ওপর সীমাবদ্ধতা দিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহের সোমবার ওই সীমাবদ্ধতার পরিধি আরও বাড়িয়েছে দেশটি। খবর বিডিনিউজের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সীমাবদ্ধতার লক্ষ্য বিশেষ লাইসেন্স ছাড়া হুয়াওয়েকে সেমিকন্ডাক্টর পেতে বাধা দেওয়া। পাশাপাশি ২১ দেশে হুয়াওয়ের ৩৮টি সহায়ক প্রতষ্ঠানকে মার্কিন সরকারের কালো তালিকাভুক্ত করা। মার্কিন পদক্ষেপের ভিত্তিতে ওয়েবসাইটে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের উচিত তাৎক্ষণিকভাবে নিজেদের ভুল শুধরানো।’ নিজেদের যন্ত্রাংশের মাধ্যমে চীনা সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তি করতে পারে হুয়াওয়ে, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও বলেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবি বরাবরই নাকচ করে আসছে হুয়াওয়ে।.tdi_3_d1c.td-a-rec-img{text-align:left}.tdi_3_d1c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us