নাইক্ষ্যংছড়িতে ইউপি ভবন ও বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন পার্বত্য বিষয়ক মন্ত্রী

মানবজমিন প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০০:০০

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে আগামী ২৯শে আগস্ট বিদ্যুৎ সংযোগসহ নবনির্মিত সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আসছেন। জানা যায়, ৮ মাস পূর্বে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিদ্যুতের খুঁটি স্থাপন করা হয়। তার পাশাপাশি ইউনিয়ন পরিষদের  নতুন ভবন নির্মাণ সম্পন্ন করা হয়। হঠাৎ সারা বিশ্বে মাহামারি  করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পাশাপাশি দেশেও এর প্রভাব পড়াতে এই বিদ্যুৎ সংযোগ ও নব নির্মিত  পরিষদ  ভবন উদ্বোধন  অনিশ্চিত হয়ে পড়েছিল। এরপরও করোনাভাইরাস সংক্রমণ ধীরে ধীরে কমে আসাতে নবনির্মিত  ইউনিয়ন পরিষদ ভবন ও বিদ্যুৎ সংযোগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার সম্মতি জ্ঞাপন করে পার্বত্য বিষয়কমন্ত্রী বীর বাহাদুর এমপি। আগামী ২৯শে আগস্ট স্বাস্থবিধি মেনে বিদ্যুৎ, ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করতে সোনাইছড়ি সফরে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি।বিষয়টি নিশ্চিত করেছেন  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান মেম্বার। তিনি আরো বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির প্রত্যাঞ্চলে আলো জ্বালার স্বপ্ন বাস্তবায়ন হবে আগামী শনিবার এসব উদ্বোধন করবেন পার্বত্যমন্ত্রী। উদ্বোধনের পর বিদ্যুতের  আলো জ্বলবে এ ইউনিয়ন।  উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি হলেন প্রতিশ্রুতি ও উন্নয়নবান্ধব নেতা। তিনি যা প্রতিশ্রুতি দেবেন তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবেন। তার প্রমাণ হলো তিনি টানা ছয়বারের এমপি নির্বাচিত হয়েছেন। তাকে সাধারণ মানুষ ভোট দিয়ে সংসদে পাঠান। এই সোনাইছড়ি ছিল একটি ওয়ার্ড। বীর বাহাদুরের নির্বাচনী ওয়াদা ছিল এই সোনাইছড়ি ওয়ার্ডকে  ইউনিয়নে রূপান্তরিত করা এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। সোনাইছড়ি এখন ইউনিয়ন। সেই ইউনিয়নে নব- নির্মিত ইউনিয়ন পরিষদ ভবনসহ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর বিদ্যুতের আলোয় আলোকিত হবে এলাকাবাসী।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান আগামী ২৯শে আগস্ট নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোনাইছড়ি ইউনিয়নে বিদ্যুতের সংযোগ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫টি উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর অর্থায়নে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ ভবনসহ ৭টি উন্নয়ন কাজের উদ্ধোধন করবেন পার্বত্যমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us