যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তালা চাঁদার তহবিল নিয়ে জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একসময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন।“উই বিল্ড দ্য ওয়াল“ প্রচারণার মাধ্যমে তোলা চাঁদার তহবিল থেকে মি ব্যানন এবং তার আরো তিন সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে ২৫ মিলিয়ন ডলার (২কোটি ৫০ লাখ) ডলার চাঁদা তোলা হয়েছিল।বিচার বিভাগ বলছে, ঐ তহবিল থেকে মি. ব্যানন একাই ১০ লাখ ডলার হাতিয়ে নেন।২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মি. ট্রাম্প।