অন্যের নামে কেনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছিলো বাংলাদেশ রেলওয়ে। সব যাত্রীর জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট কেনা ও ভ্রমণের সময় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়। অন্যের টিকিটে ট্রেনে ভ্রমণ করলে রাখা হয় দণ্ডের ব্যবস্থা। তবে গত রোববার থেকে এই ব্যবস্থা চালুর পর বিড়ম্বনায় পড়তে শুরু করেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার কথা ভেবে চার দিনের মাথায় এসে এই কড়াকড়ি শিথিল করলো রেলওয়ে।