আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞামুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। দেশসেরা ক্রিকেটার ও সব সময়ের সফলতম পারফরমার আসলে কবে ফিরবেন? শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সত্যি সত্যিই বল ও ব্যাট হাতে তাকে দেখা যাবে? তা নিয়ে রাজ্যের কৌতুহল, জল্পনা-কল্পনা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, তিনি চান সাকিব যেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই মাঠে ফিরতে পারেন। কিন্তু সেটা বাস্তবে কতটা সম্ভব? তা নিয়েও উঠেছে প্রশ্ন।
কথা বলে জানা গেছে, খোদ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুই সংশয়ে। আইসিসির নিষেধাজ্ঞা এমন যে, শাস্তিমুক্ত হওয়ার ১ মিনিট আগেও সাকিব জাতীয় দলের সাথে মিশতে পারবেন না। কোনোরকম অনুশীলন করা, ট্রেনিং সেশনে সময় কাটানো, টিম মিটিংয়ে অংশ নেয়া, টিম বাসে করে অনুশীলনে থাকা বহুদূরে, টিম হোটেলেও থাকার অনুমতি নেই।