কালীগঞ্জ উপজেলায় মাস্ক বিতরণ অনুষ্ঠানের ছবি নিয়ে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে সংর্ঘষে আহত হয়েছেন ১০ জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুজ্জামান বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, লালমনিররহাট- ২ আসনে আগামী আওয়ামী লীগের কর্ণধর নিযে জামান পরিবারে চলছে দন্দ। সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান এর পুত্র রাকিবুজ্জামান এর ছবি বড় করে টাংগিয়ে মঙ্গলবার ভোটমারী মাঠে এক সমাবেশে মাস্ক বিতরণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যান মন্ত্রীর ছোট ভাই মাহবুবুজ্জামান। কিন্তু ব্যানারে প্রধান অতিথির ভাতিজা ও মন্ত্রী পুত্র রাকিবুজ্জামান রাকিব এর ছবি বড় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে মঙ্গলবার রাতে মন্ত্রীপুুত্র রাকিবের ছবি বড় নিয়ে প্রধান অতিথি মাহববুজ্জামান এর পুত্র লোকজন নিয়ে রাকিব গ্রুপের উপজেলা ছাত্রলীগ সভাপতি হারুন অর রশিদ এর উপর হামলা করে। ওই সময় ছাত্রলীগ কর্মীরা পাল্টা হামলা করলে জামান পরিবারের সমর্থনে দুুই গ্রুপে সংঘর্ষ হয়। সংর্ঘষে আহত হয় ১০ জন। তাদের রাতেই হাসপাতালে প্রেরন করা হয়। পরে ওই ঘটনার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কালীগঞ্জ থানার কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই বাদী হয়ে ভাতিজা মন্ত্রী পুত্র গ্রুপের কালীগঞ্জ থানায় উপজেলা ছাত্রললীগ সভাপতি হারুন অর রশিদসসহ ৪ জনকে আসামী করে মামলা করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু সাজ্জাত হোসেন জানান, থানায় ছাত্রলীগ সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে আসামী গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।