১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘জীবন থেকে নেয়া’ ছবিতে দেখা গেছে এই দৃশ্য। এই ছবিতেই প্রথমবার তুলে ধরা হয় মহান ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারির চেতনা। ‘জীবন থেকে নেয়া’র মাধ্যমে সবাই জহির রায়হানকে চেনেন কিংবদন্তি চলচ্চিত্রকার হিসেবে। কিন্তু অনেকেই জানেন না, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকরী ও কারাবরণকারী প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলেন জহির রায়হান।