পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জ গঠনের শুনানি ২৩ অগাস্ট
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৭:০৬
অস্ত্র আইনে করা মামলায় আওয়ামী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর আগামী ২৩ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগরের এক নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার এ দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল এ তথ্য নিশ্চিত করেছেন। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করা হয়।