সম্প্রতি নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে শান্তি চুক্তি করেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। এবার এই দু'দেশের মধ্যে সরাসরি টেলিফোন সেবাও চালু হলো। ফলে এখন থেকে দু'দেশের মধ্যে সরাসরি টেলিফোন করা যাবে। খবর বিবিসির।
এক বিবৃতিতে জানানো হয়েছে, দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী ঐতিহাসিক শান্তি চুক্তির পর পরস্পর টেলিফোনে আলাপ করেছেন। তাকে একে অন্যকে শুভেচ্ছা বিনিময় করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই চুক্তির বিষয়ে গত বৃহস্পতিবার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।