সরাইলে চোলাই মদ উৎপাদন বন্ধের দাবি

মানবজমিন প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০০:০০

সরাইলে সম্পূর্ণ অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও খোলা বাজারে বিক্রি বন্ধের দাবিতে সোচ্চার স্থানীয় লোকজন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন স্থানীয়রা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জকে (ওসি) অনুরোধ করেছেন ইউএনও। অভিযোগপত্র ও স্থানীয় লোকজন সূত্র জানায়, উপজেলার কালিকচ্ছ ঋষী বাড়ির কয়েকটি পরিবার গত কয়েক যুগ ধরে অবৈধ পন্থায় চোলাই মদ উৎপাদন ও প্রকাশ্যে বিক্রি করছে। তাদেরকে শেল্টার দিচ্ছেন প্রভাবশালী কিছু লোক। তারা গোপনে দেশের বিভিন্ন জায়গায় এ মদ পাচারও করছেন। বিভিন্ন ব্রান্ডের ড্রিংসের খালি বোতলে চোলাই মদ ভরে উপজেলার অনেক জায়গায় হেঁটে হেঁটেও বিক্রি করছেন। ফলে সেখানকার শিক্ষার্থী ও যুব সমাজ দেখে দেখে মাদকাসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পরই ওই বাড়িতে প্রবেশ করতে থাকে নানা বয়সের লোকজন। মদ ক্রয় করে জায়গায় বসে পান করার হিড়িক পড়ে। কিছুক্ষণ পরই মাতলামি ও চিৎকার করে রাস্তায় এসে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এমন সব চিত্র নিত্যদিনের। আশেপাশে বসবাসকারি শান্তিপ্রিয় নিরীহ লোকজন প্রতিনিয়তই বিব্রতবোধ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us